২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
মোঃ আলী থেকে করের হাট পর্যন্ত পুরাতন মহাসড়কসহ   শুভপুর ব্রিজ একনেকে অনুমোদন প্রাক্কলিত ব্যয় প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা
  • Updated Sep 13 2023
  • / 158 Read

 

ছাগলনাইয়া প্রতিনিধি:
বহুল প্রতিক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষী ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ফেনী নদীর উপর শুভপুর ব্রীজ নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)’র সভায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক ২০২৩-২৪ অর্থ বছরে ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপার্সন শেখ হাসিনা এমপি। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ছাগলনাইয়া শুভপুর হয়ে করেরহাট পর্যন্ত ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক প্রশস্থকরণ ও ফেনী নদীর উপর (শুভপুর ব্রিজ) নতুন সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 
ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার এমপি বলেন, প্রাথমিক ভাবে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় সাড়ে পাঁচশত কোটি টাকা। প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে ছাগলনাইয়া এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘদিনের কষ্ট এবং দূর্ভোগ ব্রিজ নির্মাণের পর আর থাকবে না।  তাই খুশিতে ভরে উঠেছে অত্র অঞ্চলের সাধারণ মানুষ। কারণ এই একটি সেতু শুধু সেতু নয় এটি ফেনী জেলার সাথে ৩ পার্বত্য জেলাসহ রামগড়ে নবনির্মিত ভারত বাংলাদেশ স্থলবন্দর এর সাথে সারা বাংলাদেশের সুন্দর একটি অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে মনে করেন গুনীজনরা।

শুভপুর ইউনিয়নের স্থানীয় জনগনের ও মুক্তিযোদ্ধাদের দাবী বর্তমানের সেতুর সংস্কার করে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নতুন প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে নতুন সেতু নির্মাণ করলে এই অঞ্চল যেমন অর্থনৈতিক ভাবে উন্নত হবে তার পাশাপাশি শুভপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও মানুষের সমাগম হবে বলে মনে করেন এবং সর্বোপরি এই প্রকল্পের অনুমোদন নিয়ে আসায় সংশ্লিষ্ট ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অত্র অঞ্চলের সাধারণ মানুষ।

 

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ
-শিরিন আখতার এমপি
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিরিন আখতার এমপি ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ছাগলনাইয়া শুভপুর হয়ে করেরহাট পর্যন্ত ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক প্রশস্তকরণ ও ফেনী নদীর উপর (শুভপুর ব্রিজ) নতুন সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 
তিনি বলেন, আমি ফেনী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শুভপুর ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা অব্যহত রেখে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখনই সাক্ষাৎ করেছি তখনই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত শুভপুর ব্রিজ নতুন করে নির্মাণের দাবী জানিয়েছি। একই সাথে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক (যাহা আমার নির্বাচনী এলাকা ছাগলনাইয়ার উপর দিয়ে বয়ে গেছে) প্রশস্তকরনের দাবী জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ফেনী-১ আসনের মানুষকে ভালোবেসে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে ফেনীর ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রকল্পটি পাশ করেন। আমি ফেনী-১ আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Tags :

Share News

Copy Link

Comments *